প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৩
আফগানিস্তানে ২ নারী বিচারককে গুলি করে হত্যা
আফগানিস্তানে সুপ্রিম কোর্টের ২ নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
|আরো খবর
দেশটির সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম এক বিবৃতিতে জানিয়েছেন, কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ওই দুই বিচারক। সে সময়ই তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন বলেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা ২ নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।
তথ্য মতে, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। মাত্র একদিন আগেই দেশটিতে ২ মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে।
বাংলাদেশ জার্নাল/আরএ