প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ১১:২১
আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, সশস্ত্র মহড়া
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথকে ঘিরে দেশটির বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ও সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে।
|আরো খবর
দেশটির ওহাইয়ো, মিশিগান, টেক্সাসসহ একাধিক অঙ্গরাজ্যের আইনসভার বাইরে অবস্থান নেয় সশস্ত্র বিক্ষোভকারীরা। বিপরীতে বিক্ষোভকারীদের হটাতে এখনও কোন পদক্ষেপ নেয়নি মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।
তবে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রসহ একাধিক প্রতিষ্ঠান ও স্থাপনা। ওয়াশিংটন ডিসিতে প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি। রাজধানীর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে জরুরী অবস্থা জারি করা হয়েছে।
এর আগে রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে সৃষ্ট দাঙ্গায় ৫ জন নিহত হওয়ার পর রোববার রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র প্রতিবাদের ডাক দিয়েছিল ট্রাম্পের কট্টর সমর্থকরা, এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (বুধবার) শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন।
বাংলাদেশ জার্নাল/আরএ