ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মমতাকে বাংলাদেশে পালাতে হবেঃ বিজেপি মন্ত্রী

  ময়ুখ বসু, কলকাতা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৬:৫২

মমতাকে বাংলাদেশে পালাতে হবেঃ বিজেপি মন্ত্রী
প্রচারণায় মমতা ব্যানার্জি

একুশের বিধানসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জমজমাট। ভোটের উত্তাপ যত বাড়ছে ততোই যেন বাংলার রাজনীতিতে শালীনতার মাত্রা হারাচ্ছেন নেতা নেত্রীরা। একে অপরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ ক্রমশই বেড়ে চলেছে।

মূলত পশ্চিমবাংলার মাটিতে এখন ভোটযুদ্ধে সম্মুখ সমরে দাঁড়িয়ে তৃণমূল-বিজেপি। কেউ কাউকে একচুল ছাড়তে নারাজ। রাজনৈতিক উত্তপ্ত এই আবহের মধ্যে দাঁড়িয়ে এবারে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি মুসলিম জঙ্গি বলে আখ্যা দিয়ে দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা।

উত্তরপ্রদেশের যোগী সকারের মন্ত্রীসভার এই সদস্য দাবি করেছেন, বাংলায় একুশের ভোটের পর বাংলাদেশে পালাতে হবে মমতা ব্যানার্জিকে। শুক্লার এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে উত্তাপ যে আরও বাড়বে তা বেশ পরিষ্কার। কারণ, তৃণমূলের নেতা কর্মীরা তাদের নেত্রীর নামে এমন অভিযোগ সহজে হজম করবেন না। আর এই পাল্টাপাল্টি অভিযোগের পাল্লায় উত্তপ্ত হয়ে উঠবে বঙ্গ রাজনীতি।

শুক্লা অভিযোগ তুলে বলেন, মমতা ব্যানার্জি ভারতীয়দের বিশ্বাস করেন না। তিনি বাংলার দেব দেবী ঠাকুরদের অপমান করেছেন। উনি বাংলাদেশীদের মতো আচরণ করে থাকেন। তাই একুশের বিধানসভা নির্বাচনে খুব খারাপভাবে হারবেন মমতা ব্যানার্জি। আর তারপরেই ওনাকে বাংলাদেশে চলে যেতে হবে।

পাশাপাশি স্বরূপ শুক্লা বলেন, ভারতের মাটিতে যে মুসলিমরা ভারতমাতার জয় ও বন্দেমাতরম বলেন তাদের এই দেশে সম্মান দেওয়া হবে। মূলত ভোটের উত্তাপ ছড়াতেই রাজ্যের শাসক দলকে যে কমে ছেড়ে দেবে না বিজেপি তা বেশ স্পষ্ট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের খোদ মমতা ব্যানার্জিকেই এবারে নিশানা করতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। মমতা ব্যানার্জির মুসলিম তোষণকে টার্গেট করে যেমন আক্রমণের তীর ছুঁড়তে শুরু করেছে গেরুয়া শিবির, তেমনি হিন্দুত্বের জিগিরকে উসকে দিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করতেও ছাড়তে না তারা।

পাশাপাশি দেশপ্রেমের আবেগকেও কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। পশ্চিমবাংলার মাটিতে জঙ্গি কার্যকলাপের যে অভিযোগ ইতিপূর্বে উঠেছিলো সেই অভিযোগকে সামনে এনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকেও টার্গেটে রেখেছে বিজেপি। ফলে একযোগে বিজেপির আনা অভিযোগকে সামাল দিয়ে মমতা ব্যানার্জি একুশের লড়াইকে কীভাবে ঘরে তুলে আনেন সেটাই এখন দেখার।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত