ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ে চীনের গাফিলতিতে!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ০২:১২

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ে চীনের গাফিলতিতে!
ছবি- সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার রোগী শনাক্ত করা হয়। সেখান থেকে বিশ্বের ২১৯ টি দেশ ও প্রদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এ প্রাণঘাতী ভাইরাস। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ কোটি ৬১ লাখের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে মারা গেছে ২০ লাখ ৫৭ হাজারের বেশি রোগী। শুরু থেকেই অভিযোগ ছিল চীনের গাফিলতির কারণেই বিশ্বব্যাপী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এবার এমনই তথ্য জানালো কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, আল-জাজিরা চীনের দুজন সাংবাদিকের কাছ থেকে এমন ভিডিও ফুটেজ পেয়েছে যেখানে উহানে করোনার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে চীন সরকারের গাফিলতি বোঝা যায়।

গত বছরের ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত করা ওই ভিডিও ফুটেজে উহানের হাসপাতালের বাস্তব চিত্র ফুটে ওঠে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ভিডিও ফুটেজ এবং ওই দুই সাংবাদিকের ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনোর শুরুর দিনগুলোতে খুব দ্রুতই উহানের হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। রহস্যময় এক রোগে মৃত্যুতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

উহানের রোগী ভর্তি হাসপাতাল এবং স্থানীয় হুয়ানান বাজারের ভিডিও ধারণের সময় ওই দুই সাংবাদিক বারবার বাধার মুখে পড়েন।

প্রতিবেদনে বলা হয়, চীনা কর্তৃপক্ষ সাংবাদিকদের কাজে বাধা দিচ্ছিল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাংবাদিকেরাও সংবাদ সংগ্রহের কাজে বাধার সম্মুখীন হন। একজন তার ডায়েরিতে লেখেন, আমি স্বাধীনভাবে প্রতিবেদন করতে পারছিলাম না। আমাকে অনুসরণ করছিল কেউ, এমনকি আমার পেছনে গোয়েন্দাও লাগিয়ে দেওয়া হয়।

শুরুর দিকে চীন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ব্যাপকভাবে দেখা গিয়েছিল। ভাইরাসে আক্রান্ত রোগীর তথ্য প্রকাশে কড়াকড়ি আরোপ করেছিল চীনা কর্তৃপক্ষ। ফলে সেখানকার নাগরিকেরা ভাইরাসের ব্যাপারে কিছু জানতে পারেনি। করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে যা অন্যতম কারণ।

এক সাংবাদিক তার ডায়েরিতে লিখেছেন, আমি যখন সেখানে পৌঁছাই, মানুষের মধ্যে কোনো ভয় বা উদ্বেগ দেখিনি। অনেকে তো এই রোগের কথাই শোনেনি।

উহান বা বেইজিং থেকে ভবিষ্যতের ভয়াবহ পরিস্থিতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করার কারণে সেখানকার নাগরিকেরাও ভাইরাসের ব্যাপারে আঁচ করতে পারেনি। তখন পর্যন্ত চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের মাধ্যমে এই রোগ ছড়ানোর বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

এরপর হঠাৎ করে চীন লকডাউনের ঘোষণা দেয়। কিন্তু তত দিনে দেরি যা হওয়ার হয়ে গেছে। কারণ, এর মধ্যেই লাখ লাখ মানুষ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করে ফেলেছে।

আরও পড়ুন- শেষদিনে কাদের ক্ষমা করবেন ট্রাম্প

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত