ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মার্কিন প্রেসিডেন্ট অভিষেক নিয়ে যত নাটকীয় কাণ্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৯:৪১  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২১, ১৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট অভিষেক নিয়ে যত নাটকীয় কাণ্ড

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে জো বাইডেন সপরিবারে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। তবে রীতি ভেঙ্গে বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকছেন না বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও দেখা গেছে শপথে অনুপস্থিতিসহ অভিষেক নিয়ে নানান ঘটনা।

১৮০১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন থমাস জেফারসন। তখন তার পূর্বসূরি ও বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। শপথের দিন ভোরে হোয়াইট হাউস ছেড়ে গিয়েছিলেন তিনি। একই কাণ্ড ঘটান জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসও। ১৮২৯ সালে ৭ম মার্কিন প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসনের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন তিনি।

১৮৩৭ থেকে ১৮৪১ সাল পর্যন্ত মার্টিন ফন ব্যুঁরে মার্কিন মসনদে ছিলেন। তিনিও উত্তরসূরি উইলিয়াম হেনরি হ্যারিসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। ১৮৬৯ সালে একই পদাঙ্ক অনুসরণ করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। তিনি প্রেসিডেন্ট উলিসিস এস গ্রান্টের শপথ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

শপথ বয়কট ছাড়াও অভিষেক নিয়ে আরো কিছু নাটকীয়তার ঘটনা রয়েছে মার্কিন ইতিহাসে। ২০০৯ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২ দফায় শপথ নেন বারাক ওবামা। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জন রবার্টস শপথ করানোর সময় খানিকটা ভুল করেছিলেন। এজন্য ওইদিন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিলো। পরদিন হোয়াইট হাউসে ফের শপথ নিয়েছিলেন ওবামা। ১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম প্রেসিডেন্ট হারবার্ট হুভারও একই সমস্যায় পড়েন।

শপথ নিয়ে ব্যতিক্রমি ঘটনা আরো আছে। ১৯৬৩ সালে কেনেডি নিহত হওয়ার পর তার ভাইস প্রেসিডেন্ট লিনডন জনসন প্রেসিডেন্ট হয়েছিলেন। পরিস্থিতি অনুকূলে থাকায় কেনেডির মৃত্যুর দিনই এয়ারফোর্স ওয়ানে বসে শপথ নিয়েছিলেন জনসন।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত