ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৯০ দশকের চেয়ে দ্রুতগতিতে গলছে বরফ বলছে গবেষণা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৪৭

৯০ দশকের চেয়ে দ্রুতগতিতে গলছে বরফ বলছে গবেষণা
প্রতীকী ছবি

জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা এ যাবৎকালের মধ্যে রেকর্ড বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর বরফ ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ের তুলনায় দ্রুতগতিতে গলছে।

সোমবার দ্য ক্রিওস্ফেয়ার জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। গবেষণায় বলা হয়েছে, ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের সমুদ্রের বরফ, মহাদেশীয় বরফ এবং হিমবাহ থেকে বরফ গলেছে প্রায় ২৮ ট্রিলিয়ন মেট্রিক টন। বরফ গলার এই হার তিন দশক আগের তুলনায় বছরে ৫৭ শতাংশ বেশি।

ব্রিটেনের লিডস ইউনিভার্সিটির হিমবাহ বিশেষজ্ঞ থমাস স্ল্যাটার বলেছেন, মাত্র ৩০ বছরে বরফের এত দ্রুতগতিতে গলে যাওয়ার হার বৃদ্ধি অত্যন্ত আশ্চর্যজনক।

তিনি বলেছেন, পানীয় জলের জন্য যারা পর্বতের হিমবাহের ওপর নির্ভরশীল, অথবা ঝড় থেকে উপকূলীয় ঘরবাড়ি রক্ষার জন্য যারা শীতকালীন সমুদ্রের বরফের ওপর নির্ভর করেন; তাদের পরিস্থিতি পরিষ্কার হলেও বিশ্বের বরফ গলে যাওয়ার এই হার হিমশীতল অঞ্চলের মানুষের মনযোগ নতুন করে আকর্ষণ করছে। সূত্র: রয়টার্স।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত