ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

৪ বছর পর কারামুক্ত আলজাজিরার সাংবাদিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৩

৪ বছর পর কারামুক্ত আলজাজিরার সাংবাদিক
আলজাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন

চার বছর কারাভোগের পর আলজাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইনকে মুক্তি দিয়েছে মিসর। আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এতদিন আটকে রাখা হয়ছিল।

শনিবার তিনি কারামুক্ত হন বলে আলজাজিরা জানিয়েছে। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।

আলজাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ এক বিবৃতিতে বলেন, হোসাইনের মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক মাইলফলক।

৯ সন্তানের জনক মাহমুদ বিভিন্ন আরবি চ্যানেলে কয়েক দশক কাজ করেছেন। প্রথমে তিনি আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। পরে তিনি চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। মাহমুদ এবং আলজাজিরা উভয় এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত