প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০১
চিরকুট লিখে ভারতীয় সংসদ সদস্যের আত্মহত্যা
ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে ৭ বারের সংসদ সদস্য মোহান দেলকারের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
|আরো খবর
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মোহান দেলকার আত্মহত্যা করেছেন। হোটেল কক্ষে তার মরদেহের পাশে কয়েক পাতার চিরকুট পাওয়া গেছে। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ আছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দাদরা ও নগর হাবেলি থেকে মোহান দেলকার কংগ্রেস থেকে প্রথম ১৯৮৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি কংগ্রেস থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে লোকসভায় যান। এরপর ১৯৯৮ এর নির্বাচনে তিনি সাংসদ হন বিজেপি থেকে। পরে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ১৭তম লোকসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।
বাংলাদেশ জার্নাল/কেআই