ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

এবার সংবাদ শেয়ারে অর্থ দাবি নিউজিল্যান্ডের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ০৯:৫১  
আপডেট :
 ০৪ মার্চ ২০২১, ০৯:৫৭

এবার সংবাদ শেয়ারে অর্থ দাবি নিউজিল্যান্ডের
ফেসবুক-গুগুল

দেশি গণমাধ্যমের সংবাদ প্রচারের জন্য গুগল-ফেসবুকের কাছে অস্ট্রেলিয়ার মতো অর্থ দাবি করল নিউজিল্যান্ডও। এর জন্য শিগগিরই কিউই গণমাধ্যমগুলোর সঙ্গে চুক্তি করতে টেক জায়ান্টদের আহ্বান জানিয়েছে দেশটি। আনাদোলু এজেন্সি।

বুধবার নিউজিল্যান্ডের সম্প্রচারমন্ত্রী ক্রিস ফাফোই বলেছেন, তার দেশের সংকটাপন্ন গণমাধ্যম খাতকে বাঁচাতে অস্ট্রেলিয়ার মতো নীতি প্রয়োগের চিন্তাভাবনা করছেন তিনি। সমঝোতার মাধ্যমেই টেক জায়ান্টদের সঙ্গে এ সংক্রান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেছেন এ কিউই মন্ত্রী।

নিউজিল্যান্ডের সংসদীয় কমিটিকে তিনি বলেছেন, গত সপ্তাহে গুগল ও ফেসবুক উভয়ের সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, প্রথাগত গণমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে বাণিজ্যিক আলোচনা নিউজিল্যান্ডেও শুরু হবে, আর আমি সেটাকে উৎসাহিত করছি। এই আইন নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলীয় সরকার ও টেক জায়ান্টদের মধ্যে টানাপোড়েন চলছিল। একপর্যায়ে দেশটিতে সবধরনের সংবাদ প্রচার বন্ধই করে দেয় ফেসবুক।

পরে ব্যাপক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে কিছুটা নমনীয় হয় অস্ট্রেলিয়া। নতুন নিয়মে, সেখানকার গণমাধ্যমগুলোর সঙ্গে টেক জায়ান্টদের চুক্তি হবে সমঝোতার ভিত্তিতে, নীতিনির্ধারকদের কথামতো নয়। ফাফোই বলেছেন, নিউজিল্যান্ড সরকার এই ইস্যুতে কী নীতি গ্রহণ করবে, সে বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত