ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভারতে গাভির পেটে ৭১ কেজি বর্জ্য

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ২১:৫৮

ভারতে গাভির পেটে ৭১ কেজি বর্জ্য

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে প্রসববেদনায় কাতর একটি গাভির পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করেছেন একদল পশু চিকিৎসক। তবে শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি বাছুর ও গাভি কাউকেই।

হরিয়ানার এ গাভি ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। মারাত্মক আহত অবস্থায় পশুটিকে উদ্ধার করে ফরিদাবাদের অ্যানিমেল ট্রাস্ট। এ সময় গাভিটি গর্ভবতী ছিল।

ট্রাস্টের প্রেসিডেন্ট রবি দুবে জানান, গাভিটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। ২১ ফেব্রুয়ারি গাভিটির অস্ত্রোপচার করা হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচারে পেট থেকে ৭১ কেজি বর্জ্য অপসারণ করা হয়। এর মধ্যে প্লাস্টিক, ছোট লোহার টুকরা, পেরেক, মার্বেলসহ নানা জিনিস ছিল।

রবি দুবে বলেন, গাভিটির পেট বর্জ্যে পূর্ণ থাকায় বাছুরটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে আমরা নির্দিষ্ট সময়ের আগেই প্রসব করানোর সিদ্ধান্ত নিই। কিন্তু বাছুরটিকে বাঁচানো সম্ভব হয়নি। এর তিন দিন পর মারা যায় গাভিটিও।

তিনি জানান তার ১৩ বছরের অভিজ্ঞতায় কোনো পশুর পেট থেকে এত পরিমাণ বর্জ্য অপসারণের ঘটনা এটাই প্রথম।

রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এসব পশু ভারতে রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে রবি দুবে বলেন, পরিস্থিতি দিন দিন ভীতিকর হচ্ছে। প্রতিটি শহরের আনাচকানাচে অসংখ্য পশু ঘুরে বেড়াচ্ছে। ময়লা-আবর্জনা খাচ্ছে। মারা যাচ্ছে। অসহায় এসব পশুর জীবন নিয়ে কেউ ভাবছে না।

ফরিদাবাদের এ ঘটনা রাস্তায় থাকা পশুদের নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে ভারতের শহরগুলোয় পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার চিত্র নতুন করে সামনে এনেছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত