ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মিয়ানমারের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থার তাগিদ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ১১:৩৬

মিয়ানমারের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থার তাগিদ
পুলিশের গুলিতে নিহত বিক্ষোভকারী

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আরও একজন নিহত হওয়ার পর মিয়ানমারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার। আলজাজিরা, রয়টার্স।

রাশিয়া ও চীনের বিরোধিতায় মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হলেও নিরাপত্তা পরিষদকে দেশটির নাগরিকদের ‘মরিয়া আর্জি’ শোনার তাগিদ দিয়েছেন তিনি। দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক গণ বিক্ষোভ এবং নাগরিক অসহযোগ আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং দেশটির নির্বাচিত নেতাদের মুক্তির দাবি করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের ওপর সহিংস নিপীড়নের নিন্দা জানালেও তা উপেক্ষা করছে সেনা সরকার। বিক্ষোভকারীরাও জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন।

গত বুধবার এক দিনে ৩৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর শুক্রবারেও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী ঘাড়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া মাগওয়ে অঞ্চলে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির এক কর্মকর্তা ও তার ভাইপোকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করা হয়েছে।

মিয়ানমারে এসব প্রাণঘাতী ঘটনা প্রবাহের পর দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার সেনা শাসকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছন। বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের অবসান এবং গণতন্ত্র ফিরিয়ে আনারও তাগিদ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর মিয়ানমারে জারি করা জরুরি অবস্থার নিন্দা জানাতে সক্ষম হয়েছে নিরাপত্তা পরিষদ। তবে চীন ও রাশিয়ার বিরোধিতায় সরাসরি অভ্যুত্থানের নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে পরিষদ।

তারপরও ক্রিস্টিন শার্নার বার্গেনার নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রশ্ন রেখেছেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীকে আমরা ছাড় দিয়ে আর কত দূর যেতে দেবো?’ তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি মানবিক সংকটের দিকে আগাচ্ছে। তিনি মিয়ানমারের জনগণের পাশে জোরালোভাবে দাঁড়াতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত