ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় আমদানি নিষিদ্ধ ইসলামী বই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১৫:৫৪  
আপডেট :
 ০৭ মার্চ ২০২১, ১৫:৫৭

শ্রীলঙ্কায় আমদানি নিষিদ্ধ ইসলামী বই
প্রতীকী ছবি

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনহীন সব ধরণের ইসলামী বই আমদানি নিষিদ্ধ করা হয়েছে। করোনায় মারা যাওয়া মুসলিমদের লাশ পোড়ানোর ফলে তীব্র সমালোচনার রেশ কাটতে না কাটতেই দেশটি এমন পদক্ষেপে আলোচনা বেড়ে দিগুণ হয়েছে।

তবে বর্তমানে দেশটিতে করোনায় কেউ মারা গেলে তার লাশ জন-বিচ্ছিন্ন দূরবর্তী দ্বীপে কবর দেয়া হবে বলে জানা গেছে। শ্রীলঙ্কা সম্প্রতি মুসলিম বিবাহ আইন পরিবর্তন করার পাশাপাশি নারীদের নেকাব পরা নিষিদ্ধ করেছে। যার ফলে দেশটিতে তীব্র বিক্ষোভের সূত্রপাত করেছে এবং সরকার ও তামিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।

দেশটির সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার জন্য অভিযুক্ত। তবে কর্মকর্তারা লাগাতারভাবে এ বৈষম্যমূলক আইনের কথা অস্বীকার করেছেন।

‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের’ জ্যেষ্ঠ পরামর্শক অ্যালান কেনেনও শ্রীলঙ্কায় মুসলমানদের প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের উপর জোর দিয়েছেন।

এছাড়া, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোর ওপর নজর রাখছেন বলেও জানা গেছে।

তথ্যসূত্র: তামিল গার্ডেন

  • সর্বশেষ
  • পঠিত