ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফের ইতালিতে বন্ধ হচ্ছে স্কুল-রেস্তোরাঁ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২১, ১২:৪৭

ফের ইতালিতে বন্ধ হচ্ছে স্কুল-রেস্তোরাঁ
সংগৃহীত ছবি

মহামারি করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন। এমন পরিস্থিতিতে ফের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। সূত্র: বিবিসি নিউজ

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে ইতালির বেশিরভাগ এলাকার দোকান, রেস্তোরাঁ ও স্কুল বন্ধ হয়ে যাবে। আর আগামী ৩ থকে ৫ এপ্রিল কার্যত সম্পূর্ণ শাটডাউন থাকবে গোটা ইতালি। কর্মস্থল, স্বাস্থ্যগত সমস্যা ও জরুরি কোনো প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে বসে থাকতে হবে।

উল্লেখ্য, চীন থেকে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এক বছর আগে প্রথম দেশ হিসেবে লকডাউন জারি করেছিল ইতালি। ওই সময় ইউরোপে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে ওঠা ইতালি আবারও ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপের এমন সিদ্ধান্ত।

প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্যের পর ইউরোপে যা দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত