ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকা টিকা নয়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ১৭:৪৫

৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকা টিকা নয়
ছবি: সংগৃহীত

৫৫ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকা টিকা ব্যবহার স্থগিত করতে যাচ্ছে কানাডা।

সোমবার দেশটির জনস্বাস্থ্য বিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

টিকা নেওয়ার পর রক্ত জমাট বাধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় কানাডার ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন সোমবার দেশটির প্রদেশগুলোতে চলমান টিকাদান কার্যক্রমে ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে হেলথ কানাডার প্রধান চিকিৎসা কর্মকর্তা সুপ্রিয় শর্মা বলেন, কানাডায় অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর কারও শরীরে রক্ত জমাট বাধার মতো কোনো ঘটনা ঘটেনি।

তবে কানাডার উপ-প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা হাওয়ার্ড এনজু এক সংবাদ সম্মেলনে জানান, ৫৫ বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আপাতত এই বয়সীদের ওপর অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ আমরা স্থগিত করছি।

প্রসঙ্গত, গেলো ফেব্রুয়ারি মাসে কানাডায় অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগের অনুমতি পায়। পৃথিবীর ৭০টিরও বেশি দেশে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার ব্যবহার চলছে। কিছুদিন আগে একই পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্পেনসহ ইউরোপের ১৩টি দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করেছিল।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত