ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মাটি খুঁড়তেই পাত্রভর্তি সোনা-রুপা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ০২:২৬

মাটি খুঁড়তেই পাত্রভর্তি সোনা-রুপা
সংগৃহীত ছবি।

জমিতে মাটি সমান করার কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎই মাটি খুঁড়তে বেরিয়ে এলো একটি মুখবন্ধ ধাতব পাত্র। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ! পাত্রভর্তি সোনা-রুপার পুরোনো আমলের গয়না। ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার জানগাঁও জেলার পেমবার্থি গ্রামে ওয়ারাঙ্গাল-হায়দরাবাদ ন্যাশনাল হাইওয়ের পাশে একটি প্লটে ভবন তৈরির জন্য জমি সমান করার কাজ চলছিল।

শ্রমিকদের কোদালের কোপে উঠে আসে তামার তৈরি একটি পাত্র। পরে পাত্রের মুখ খুলে পাওয়া যায় সোনা-রুপার তৈরি পুরোনো আমলের নাকফুল, কানের দুল, মালাসহ নানান গয়না।

পরে মেপে দেখা যায়, সেখানে ১ কেজি ৭২৭ গ্রাম ওজনের রুপার গয়না রয়েছে। সোনার গয়নার সম্মিলিত ওজন ১৮৭ দশমিক ৪৫ গ্রাম।

মাটি খুঁড়ে গয়না উদ্ধারের ঘটনা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে অনেক মানুষ ছুটে আসেন সেখানে। তারা ধূপকাঠি জ্বালিয়ে, নারকেল ভেঙে, ফুল দিয়ে এই জায়গায় পূজা–অর্চনা করেন।

গ্রামবাসীর বিশ্বাস, কোনো এক সময় এ জায়গায় দেবীমন্দির ছিল। সেই দেবী প্রতিমার অলংকার মাটির নিচে পাওয়া গেছে। জমির মালিক নারাসিমহুলু জানান, আরও অলংকার মাটিচাপা রয়েছে কি না, তা খুঁজতে খনন চালিয়ে যাওয়া হবে।

তবে মালিক কিংবা আবাসন ব্যবসায়ী, কেউই উদ্ধার হওয়া প্রাচীন আমলের সোনা-রুপার গয়নার মালিকানা পাচ্ছেন না।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত