ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

মিসরে ৩ হাজার বছর আগের শহর আবিষ্কার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ০৪:২৭

মিসরে ৩ হাজার বছর আগের শহর আবিষ্কার
সংগৃহীত ছবি।

মিশরের দক্ষিণাংশে লাক্সরের বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার বছরের বেশী সময়ের প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মিশরের খ্যাতিমান ইজিপ্টলোজিস্ট জাহি হাওয়াস।

তিনি বলেন, এটা মিশরে আবিষ্কার হওয়ার সব থেকে বড় পুরাতন নগরী। যেটি ‘আতেন’ নামে পরিচিত। যেখানে এই নগরীর সন্ধান পাওয়া গেছে সেখান ২০২০ সালের সেপ্টেম্বর থেকে খোঁড়াখুঁড়ি শুরু হয়।

জানা গেছে, ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপের আমলে এই নগরীর গোড়াপত্তন হয়। সবথেকে শক্তিশালী ফারাও রাজাদের একজন তৃতীয় আমেনহোতেপ খ্রিস্টপূর্ব ১৩৯১ থেকে ১৩৫৩ পর্যন্ত রাজত্ব করেন।

আবিষ্কৃত এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরীর বিভিন্ন সড়কে বিভক্ত ছিল, ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত