ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ মমতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ০৩:৫৩  
আপডেট :
 ১৩ এপ্রিল ২০২১, ০৮:৫৬

আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

আচরণবিধি ভঙ্গের দায়ে নির্বাচনী প্রচারে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সোমবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বলে নির্বাচন কমিশন এ নিষেধাজ্ঞা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মুসলিম ভোটারদের ভোট নিয়ে মন্তব্য করায় এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভোটারদের উসকানি দেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে জবাব দেন মমতা। মুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় কমিশন। তাই আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়েন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। তিনি টুইট করে জানিয়েছেন, কমিশনের এ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার তিনি এর প্রতিবাদে ধরনায় বসবেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত