ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাজনীতি এখন বড্ড জটিল: দেব

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৪:২৬  
আপডেট :
 ১৪ এপ্রিল ২০২১, ১৪:৩৪

রাজনীতি এখন বড্ড জটিল: দেব
টলিউডের অভিনেতা দেব। ফাইল ছবি

আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি বড্ড জটিল হয়ে গিয়েছে, আমি বর্তমান রাজনীতির সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। এমন কথাই জানালেন টলিউডের অভিনেতা দেব। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে তৃণমূল সাংসদ ও টলিউডের অভিনেতা দেব বলেন, আমি বিশ্বাস করি, মানুষের সুখ দুঃখে যারা পাশে থাকবে- এমন রাজনৈতিক দলেরই সরকারে থাকা উচিত। কিন্ত বর্তমান সময়ের রাজনীতি একদম আলাদা হয়ে গিয়েছে। আজকের রাজনীতি বড্ড জটিল। আমি কোন মতেই খাপ খাওয়াতে পারছি না বর্তমান সময়ের রাজনীতির সঙ্গে।

‘বুঝে উঠতে পারছি না এটা কিসের নির্বাচন। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি আমাকে এই নির্বাচনে প্রার্থী হতে বলতেন তাহলে আমি হতাম না। কারণ এই রাজনীতিতে আমি অভ্যস্ত নই।’

বর্তমানে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে মন্তব্য করে দেব বলেন, ভোটে জেতার জন্য আর ভোট পাওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদেরকে বলছেন, আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাদেরকে ভোট দিন। আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। মুসলমানদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমি বুঝতেই পারছি না, আসলে কে সুরক্ষিত আছে এই দেশে? হিন্দু ও মুসলমান যদি দুই পক্ষই বলেন, কেউ সুরক্ষিত নন, তাহলে কারা সুরক্ষিত?

‘আসলে আমাদের দেশে একমাত্র সুরক্ষিত সেই নেতারাই যারা সবাইকে বোকা বানিয়ে ভোট নিয়ে যান। আর হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বাঁধিয়ে দেন।’

বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সম্মানীয় হিন্দু নেতারা লকডাউনের সময় কোথায় ছিলেন? লক্ষ লক্ষ শ্রমিকরা যখন করোনার সময় পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, খেতে পাচ্ছিলেন না, বাড়ি যেতে পারছিলেন না, তখন কোথায় ছিলেন ওই নেতারা? আজ আমি বাংলার জনগণের হয়ে দুই পক্ষের নেতাদের কাছে জিজ্ঞেস করছি, যখন মানুষের আপনাদের প্রয়োজন ছিলো, তখন কোথায় ছিলেন আপনারা? সেই সময় তারা কেন মানুষের পাশে ছিলেন না, বলুন তো? তখন তো নির্বাচন ছিলো না, তখন যদি আপনারা মানুষের পাশে থাকতেন তাহলে মানুষ আজ বিচার করতে পারতেন কারা তাদের পাশে থাকেন।

বসিরহাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে সাংসদ ও টলিউডের অভিনেতা দেব।

‘আজ ভোট এলেই এই ভোটের রাজনীতি মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। রাজনীতিতে তো এটাই হওয়া উচিত যে, আমরা আমাদের কিছু কাজের কথা বলবো, বিরোধী দল তাদের কিছু কাজের কথা বলবে। এরপর মানুষ যে দলকে পছন্দ করবেন তাদেরকেই ভোট দেবেন। এটাই তো গণতন্ত্রে হওয়া উচিত। আমি মনে করি, যে রাজনৈতিক দল মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, তারাই সরকার গঠন করে মানুষের পাশে থাকবে।’

বাংলাদেশ জার্নাল/এসএমআর

  • সর্বশেষ
  • পঠিত