ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

নাশিদের ওপর হামলা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২১, ১১:০৯

নাশিদের ওপর হামলা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদের ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে তার পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান

গত বৃহস্পতিবার শক্তিশালী একটি বিস্ফোরণে গুরুতর আহত হন নাশিদ। পুলিশ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে জনগণের সহায়তা চেয়েছিল মালদ্বীপ কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে শনিবার চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়। চতুর্থ সন্দেহভাজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এ নেতাকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে। নাশিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার এক আত্মীয়।

নাশিদের ওপর এ হামলায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

নাশিদ ২০০৮ সালে মালদ্বীপে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে ক্ষমতা ছাড়েন। এরপর ২০১৯ সাল থেকে তিনি পার্লামেন্ট স্পিকার হিসাবে আছেন।

আরও পড়ুন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বিস্ফোরণে আহত

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত