ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গঙ্গায় ভেসে আসছে আরও লাশ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২১, ০৪:২৮

গঙ্গায় ভেসে আসছে আরও লাশ
ছবি: সংগৃহীত

করোনায় বিপর্যস্ত ভারতের গঙ্গায় ভেসে আসছে আরও মানুষের লাশ। মঙ্গলবার বিহারে রাজ্যের বক্সারে গঙ্গা নদী থেকে ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশ রাজ্যের গাজিপুরে আরও কিছু লাশ ভেসে এসেছে। তবে এদিন কত লাশ ভেসে এসেছে, তা জানা যায়নি। সোমবার বিহারে রাজ্যের বক্সারে গঙ্গা নদীতে ৭১টি লাশ ভেসে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বিহার এবং উত্তরপ্রদেশ মিলিয়ে গঙ্গায় ভেসে আসা লাশের সংখ্যা ৭১টির বেশি। ভেসে আসা লাশগুলো ফুলে উঠেছে। দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন ধরে নদীতে ভাসছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, গঙ্গায় লাশ ভেসে আসার ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে-‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে’।

ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে, করোনায় মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। এসব লাশ সেটিই প্রমাণ করছে।

বিহারের রাজ্য প্রশাসনের দাবি, এসব লাশ উত্তর প্রদেশ থেকে ভেসে আসছে। কারণ, বিহারে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার কোনো রীতি নেই।

স্থানীয় একজন সাংবাদিক মঙ্গলবার বিবিসি হিন্দিকে বলেন, গত কয়েকদিন ধরেই গেহমার গ্রামে এভাবে লাশ ভেসে আসছে। গ্রামবাসীদের দাবি, লাশ থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। এ বিষয়ে তারা গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়ে আসলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সোমবার বিহার থেকে নদীতে লাশ ভেসে আসার খবর প্রকাশের পর কেবল তারা ব্যবস্থা নিতে শুরু করে।

গাজিপুর জেলা ম্যাজিস্ট্রেট এমপি সিং এনডিটিভিকে জানিয়েছেন, মৃতদেহগুলো কোথা থেকে এবং কীভাবে সেখানে গেলো সেটা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে মারা গেছেন দুই লাখ ৫৪ হাজার ২২৫ জন। এরই মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৩০ লাখের বেশি মানুষের।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত