ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিজেপির মুকুল রায়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২১, ১১:১৭

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিজেপির মুকুল রায়
ফাইল ছবি

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়। আপাতত কোনো শারীরিক সমস্যা না থাকায় তাকে সল্টলেকের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

অপরদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রীকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। নির্বাচনে দল হেরে গেলেও ভোটের লড়াইয়ে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছেন তিনি। কয়েকদিন আগে বিধানসভায় এসে শপথও নেন। এমনকি বিজেপির দলীয় বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। এরপর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

মুকুল ঘনিষ্ঠরা আনন্দবাজারকে জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ এলেও তার তেমন কোনো অসুস্থতা নেই। তিনি স্থিতিশীলই রয়েছেন।

মুকুলের ঘনিষ্ঠ সূত্রের খবর, কয়েকদিন আগে অসুস্থ বোধ করার পর মুকুল রায় নিজের ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করান। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত বছর পিত্তথলিতে অস্ত্রোপচার করেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল বলেই জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত