ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ইসরায়েলের সীমান্তবর্তী শহরে সতর্কতা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২১, ১৭:০৮

ইসরায়েলের সীমান্তবর্তী শহরে সতর্কতা
সংগৃহীত

গাজা সীমান্তবর্তী শহরগুলোতে সতর্কতা জারি করেছে ইসরায়েল। ডয়চে ভেলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সতর্কতার ফলে গাজা সীমান্তের ৪ কিলোমিটারের মধ্যে যেসব ইসরায়েলি বসবাস করে তারা আশ্রয়কেন্দ্রে সরে গিয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের আশ্রয়কেন্দ্রেই অবস্থান করতে হবে।

ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং হামাস নিয়ন্ত্রিত গাজা সীমান্তের ভেতর এখন কোনো ইসরায়েলি সেনা অবস্থান করছে না।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাংশে বিমান হামলা বাড়ানোর পর স্থল সীমান্তেও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা ফিলিস্তিনি সামরিক সুড়ঙ্গগুলোতেহামলা চালানোর কথা জানিয়েছে। এসব হামলার জেরে ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে ১১৯ জনে পৌঁছেছে। এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ৮৩০ জন আহত হয়েছে।

ইসরায়েলের হামলা জোরদার হওয়ার পরে উত্তর গাজার অধিবাসীরা গাজার কেন্দ্রে খোলা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। উত্তর গাজায় হামলার কারণে সেখানকার অতি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার অধিবাসিরা পিকআপে চড়ে, গাধার পিঠে বা পায়ে হেঁটে, যে যেভাবে পেরেছে সেভাবেই সরে গিয়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত