ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ০০:০৩

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’

ভারতের দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ‘তাওকতে’। আরব সাগর ও লাক্ষাদ্বীপ থেকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৬ মে'র মধ্যে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তাওকতে’। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা ও গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় তাওকতের প্রভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে। তাওকতের কারণে শুক্রবারই রেড এ্যালার্ট জারি করা হয়েছে কেরালার ৫ জেলায়। আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া ও গুজরাটে বেশ প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার আঘাত হানতে পারে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত