ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আসামে একসঙ্গে মরে পড়ে আছে ১৮টি হাতি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ১০:০৪

আসামে একসঙ্গে মরে পড়ে আছে ১৮টি হাতি
ছবি সংগৃহীত

ভারতের আসামে একটি সংরক্ষিত বনে ১৮টি বন্য এশীয় হাতির মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সরকারি কর্মকর্তারাদের প্রাথমিক ধারণা, বজ্রপাতের কারণে এসব হাতির মৃত্যু হতে পারে। মৃত হাতিরগুলোর মধ্যে চারটি বাচ্চা হাতিও রয়েছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল।

রয়টার্স জানিয়েছে, বনাঞ্চলটির প্রহরীরা বৃহস্পতিবার ১৪টি প্রাপ্তবয়স্ক হাতির মরদেহ পান। কোন্ডালি রিজার্ভ ফরেস্ট এলাকার পাদদেশে পরে আরও ৪টি হাতির মরদেহ দেখা যায় বলে জানান স্থানীয় বন্যপ্রাণী অধিদপ্তরের কর্মকর্তা এম কে ইয়াদাভা।

জয়ন্ত গোস্বামী নামে আসামের এক বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপিকে জানান, কোন্ডালি রিজার্ভ ফরেস্ট থেকে উদ্ধার হওয়া মৃত হাতির মধ্যে চারটি বাচ্চা হাতিও রয়েছে।

ওই রেঞ্জের বন দপ্তরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। হাতিগুলো দুটো দলে বিভক্ত ছিল। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে হাতিগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে তারা। তবে প্রখ্যাত বণ্যপ্রাণী সংরক্ষণ অ্যাক্টিভিস্ট সৌমদ্বীপ বলেছেন, বজ্রপাতে হাতিগুলো মরেনি। ময়নাতদন্তের ফলাফল পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

এদিকে আসামের রাজ্য বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য এ ঘটনায় রাজ্য সরকার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত