ঢাকা, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২১, ১১:২১

যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। খবর রয়টার্সের।

এক সপ্তাহ ধরে গাজা ও পশ্চিমতীরে ইসরাইলি বিমান ও স্থল হামলা চলছে। এতে প্রায় দেড়শ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৪০ শিশুও রয়েছে। ঈদুল ফিতরের দিনেও হামলা থেকে রেহাই পাননি নিরপরাধ ফিলিস্তিনিরা।

উল্টো ফিলিস্তিনকে দোষারোপ করে শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এই সংঘাতের জন্য অপরাধবোধে ভোগার কথা তাদের, যারা আমাদের ওপর হামলার মাধ্যমে এটি শুরু করেছে, আমাদের নয়। অভিযানের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা, এটি শেষ হয়নি। যতদিন প্রয়োজন অভিযান অব্যাহত থাকবে।

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর ইসরাইলি বাহিনীর হামলার মাত্রা আরও বেড়েছে। গাজায় হামাসপ্রধানের বাড়িতে বোমা মেরে তা উড়িয়ে দেয়া হয়েছে। আলজাজিরা ও এপির কার্যালয়ে হামলা হয়েছে।

আজ রোববার সকালেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এদিন গাজায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা থেকে হামাস ইসরাইলের রাজধানী তেলআবিবে রকেট হামলা চালানোয় লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

টেলিভিশন বক্তৃতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, হামাস ইসরাইলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পক্ষান্তরে আমরা সাধারণ মানুষের মৃত্যু এড়াতে বা কমাতে যা যা করা দরকার সব করছি।

শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

এদিকে ইসরাইলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে স্বীকৃতি দেয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফিলিস্তিনকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রথম ফোনকলে মাহমুদ আব্বাসকে তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক এগিয়ে নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত