মানবদেহে বার্ড ফ্লু, শনাক্ত সেই চীনেই
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২১, ২০:৫৯
করোনায় টালমাটাল গোটা বিশ্ব। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ছড়ায় করোনাভাইরাস, যা পরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়। এবার সেই চীনেই এক ব্যক্তির শরীরে পাওয়া গেল বার্ড ফ্লুর ভাইরাস। বার্ডফ্লুর এ ধরনে কোনো মানুষ আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বে এই প্রথম ঘটল।
মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এসব তথ্য জানিয়েছে।
ওই ব্যক্তি চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াংয়ের বাসিন্দা। তার বয়স ৪১ বছর বলে জানা গেছে। গত ২৮ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জ্বর এবং আরও বেশ কিছু উপসর্গ ছিল। একমাস পর, গত ২৮ মে জানা যায় বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়েছেন তিনি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রস্তুত। তার সংস্পর্শে আসা ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে কারও দেহে কোনো উপসর্গ পাওয়া যায়নি। এ ভাইরাস বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। এর আগে বিশ্বে এইচ১০এন৩ ধরনে কোনো মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
সম্প্রতি আফ্রিকা ও ইউরেশিয়ায় এভিয়ান ফ্লুর প্রাদুর্ভাবের পর গত সপ্তাহে পোলট্রি ফার্ম, বাজার এবং বন্য পাখিদের কঠোর নজরদারির আহ্বান জানান চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার প্রধান। চীনে বিক্ষিপ্তভাবে প্রাণীদের মধ্যে বার্ডফ্লুর বেশ কয়েকটি ধরনের সন্ধান পাওয়া গেছে। পোলট্রি খাতে কর্মরতরা বিক্ষিপ্তভাবে এতে আক্রান্ত হন।
বাংলাদেশ জার্নাল/এমএস