ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ভারতের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি যুক্তরাষ্ট্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২১, ১৯:৪৩

ভারতের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি যুক্তরাষ্ট্র

ভারত বায়োটেকের কোভ্যাক্সিন মার্কিন সরকারের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পায়নি। মানুষের দেহে প্রয়োগের তৃতীয় ধাপের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে না পারায় খারিজ হয়ে যায় ছাড়পত্রের আবেদন। এর ফলে, যে সকল ভারতীয় নাগরিক কোভ্যাক্সিন টিকা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে তাদের পুনরায় টিকা নিতে হতে পারে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা ভারত বায়োটেক জানায়, জুলাইয়ের শেষদিকে সম্পূর্ণ ফল হাতে পাবে তারা। সেই ফলাফলের ভিত্তিতে পুনরায় আবেদন করা হবে।

যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন উৎপাদন ও বণ্টনের জন্য ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করেছে অকুজেন নামে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। ওই সংস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে তাদের টিকা ব্যবহারের ছাড়পত্র চেয়েছিল ভারত বায়োটেক।

অকুজেন জানায়, সকল নির্দেশনা মেনে ট্রায়ালের ভিত্তিতে বায়োলজিক্স লাইসেন্সের জন্য দ্রুত আবেদন করা হবে। বাংলাদেশ জার্নাল- ওআই

  • সর্বশেষ
  • পঠিত