ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লকডাউনে ভুটানের রাজধানী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২১, ১১:৫৪  
আপডেট :
 ১৩ জুন ২০২১, ১২:২০

লকডাউনে ভুটানের রাজধানী

আট বছর বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্তের পরই ভুটানের রাজধানী থিম্পুতে লকডাউন কার্যকর করা হয়েছে। ভুটানের জাতীয় বার্তাসংস্থা বিবিএসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

থিম্পুর একটি বিদ্যালয়ে নিয়ম মাফিক ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট চলছিলো। সেই পরীক্ষায় এক শিক্ষার্থীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট এসেছে নেগেটিভ। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবারো করোনা পরীক্ষা করা হবে।

এছাড়া ৭২ ঘণ্টার এই লকডাউনের সময় থিম্পুজুড়ে সবার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী ৭২ ঘণ্টা। আক্রান্ত হওয়া ওই থিম্পুর ড্রুক স্কুলের শিক্ষার্থী।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত