ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২১, ১৪:৫০

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৪

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় দুজন বেসামরিক লোক ও দুই পুলিশ অফিসার নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপোরের আরামপোরায় জম্মু-কাশ্মীর এবং সিআরপিএফ জওয়ানদের একটি চেকপোস্টে হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন নিরাপত্তা কর্মকর্তা।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এদিন সোপোরের আরামপোরার একটি বাজারের পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। সেসময়ই আচমকা তাদের উদ্দেশে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসীরা।

গ্রেনেড ছুড়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ এখনও ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। ইতোমধ্যে তাদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। মোতায়েন করা হয়েছে আরও বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী।

কাশ্মীরের আইজি বিজয় কুমার স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই হামলার পেছনে পাকিস্তানের মদদপুষ্ট লস্কর জঙ্গিদের হাত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত