ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

গ্রহণযোগ্যতায় বিশ্বনেতাদের চেয়ে এগিয়ে মোদি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৪:২৯

গ্রহণযোগ্যতায় বিশ্বনেতাদের চেয়ে এগিয়ে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্য রাষ্ট্রপ্রধানদের চেয়ে গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্দবাজার পত্রিকা। আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, অন্যদের তুলনায় গ্রহণযোগ্যতা বাড়লেও মোদির ব্যক্তিগত জনমত কমেছে। নরেন্দ্র মোদির গ্রহণযোগ্যতা সূচক গত দুই বছরে অনেক কমেছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, চলতি বছরে জুন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা সূচক হচ্ছে ৬৬ শতাংশ, যা ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ছিলো ৮২ শতাংশ।

সমীক্ষায় মোদির পর রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার গ্রহণযোগ্যতা সূচক ৬৫ শতাংশ। এর পর আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (৬৩ শতাংশ), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৫৪ শতাংশ), জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (৫৩ শতাংশ)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন ছয় নম্বরে।

ভারতে দুই হাজার ১২৬ জনের ওপর সমীক্ষা চালায় ওই সংস্থা। এতে দেখা যায়, মোদিকেই প্রধানমন্ত্রী পদে দেখতে চান ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত