ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাইসির জয়ে ইসরায়েলের উদ্বেগ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২১, ১০:৫৩  
আপডেট :
 ২০ জুন ২০২১, ১০:৫৯

রাইসির জয়ে ইসরায়েলের উদ্বেগ

ইরানের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইব্রাহিম রাইসি বিজয়ে ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দাবি, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেন, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরো বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।

পরে টুইটারে দেয়া এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, তিনি (ইব্রাহিম রাইসি) একজন কট্টরপন্থি। তিনি ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে বদ্ধপরিকর।

এর আগে সদস্য সমাপ্ত নির্বাচনে সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি নির্বাচিত হয়েছেন বলে শনিবার সন্ধ্যায় ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত