ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বাসস্টপে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২১, ১৯:৫৯  
আপডেট :
 ২৭ জুন ২০২১, ২০:২৩

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি বাসস্টপে

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি গোপন নথি দেশটির কেন্ট অঞ্চলের একটি বাসস্টপে পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এসব নথি সেখানে কিভাবে গেলো, এ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এ ঘটনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিবিসি এ খবর জানায়।

ক্রিমিয়া ইস্যুতে ব্রিটেনের প্রতিক্রিয়া ও আফগানিস্তানে যুক্তরাজ্যের সেনা উপস্থিতি সংক্রান্ত বিষয়াদি নথিগুলোতে অন্তর্ভূক্ত রয়েছে। ইতোমধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বধীন ন্যাটো বাহিনী তাদের অভিযান শেষ করেছে। এ পরিপ্রেক্ষিতে দেশটিতে যুক্তরাজ্য কোনো সেনা মোতায়েন করবে কিনা - কয়েকটি নথিতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ছাড়া ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে ঠেকাতে যুদ্ধজাহাজ পাঠানো যায় কিনা সেসব বিষয়েও আলোচনা অন্তর্ভূক্ত রয়েছে কয়েকটি নথিতে।

গুরুত্বপূর্ণ এসব নথি কীভাবে বাসস্টপে পৌঁছলো, তা বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে কয়েকটি নথিগুলো হারিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এর পরই সেগুলো খুঁজে পেতে শুরু হয় তোড়জোড়।

বাংলাদেশ জার্নাল-টিটি

  • সর্বশেষ
  • পঠিত