ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রথম বিদেশ সফরে আমিরাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৮:২৩

প্রথম বিদেশ সফরে আমিরাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি।

প্রথম বিদেশ সফরে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন ইসরায়েলের নয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত বছর আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম দেশটির কোনো মন্ত্রী আমিরাত সফর করছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুই দিনের সফরে আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেট অফিস উদ্বোধন করবেন লাপিদ। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করবেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুসারে, দুইদিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এসময় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমিরাতে দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধনের অনুষ্ঠান মূলত প্রতীকী। কারণ ইতোমধ্যে প্রায় সাড়ে চার মাস যাবৎ সেগুলো কার্যক্রম চালিয়ে আসছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত