ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

আমের বিনিময়ে আনারস পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৫:৩০  
আপডেট :
 ০৯ জুলাই ২০২১, ১৮:০৭

আমের বিনিময়ে আনারস  পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম পেয়ে আপ্লুত ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ উপহারের বিনিময়ে তিনি উপহারসরূপ ত্রিপুরার বিখ্যাত আনারস পাঠাবেন। ত্রিপুরা রাজ্য সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত ৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের স্থলসীমান্ত দিয়ে হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপহারের জেরে ত্রিপুরার বিখ্যাত ‘রাণী আনারস’ পাঠাবেন বিপ্লব দেব। রাজ্য সরকার সূত্রে জানা গেছে, সাড়ে ৬০০ কেজির বেশি আনারস পাঠানো হতে পারে।

আসামের মুখ্যমন্ত্রীর অফিসের উর্ধ্বতন এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যমটিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে ১০০ প্যাকেট আনারস পাঠানো হবে। প্রত্যেকটি প্যাকেটে থাকবে চারটি করে আনারস।

তিনি জানান, ত্রিপুরার গোমাটি জেলার আম্পি এলাকা থেকে এসব ‘রাণী আনারস’ সংগ্রহ করা হবে। ওই এলাকাটি আনারস উৎপাদনের জন্য বিখ্যাত।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত