ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাইবার হামলা নিয়ে রাশিয়াকে সতর্ক করলেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১৬:৫৬

সাইবার হামলা নিয়ে রাশিয়াকে  সতর্ক করলেন বাইডেন
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বলেছেন, রাশিয়ার সাইবার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে’। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেন বাইডেন। কয়েক ঘণ্টা ধরে চলে তাদের এ আলাপ। গত মাসে জেনেভায় দুই প্রেসিডেন্টের মধ্যে সংলাপ হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ ফোনালাপ। এ নিয়ে বাইডেনকে সাংবাদিকরা সাইবার হামলার বিষয়ে জিজ্ঞেস করেন। তারা জানতে চান, রাশিয়াকে এসব হামলার প্রেক্ষিতে জবাব দেওয়া হবে কিনা। উত্তরে বাইডেন ‘হ্যা’ সূচক জবাব দেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি সাইবার হামলা হয়। দেড় হাজারের বেশি কোম্পানীর ওয়েবসাইট এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তবে রাশিয়া বলছে, সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলাপ হয়নি।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত