ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ার মাস্টারশেফ হওয়ার লড়াইয়ে অস্ত্র আলুভর্তা-পান্তাভাত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১৮:৪২  
আপডেট :
 ১৩ জুলাই ২০২১, ২০:১৯

অস্ট্রেলিয়ার মাস্টারশেফ হওয়ার  লড়াইয়ে অস্ত্র আলুভর্তা-পান্তাভাত
কিশোয়ার চৌধুরী। ছবি : ইন্ডিয়া টুডে

কিশোয়ার চৌধুরী একজন বাংলাদেশি বংশদ্ভূত অস্ট্রেলীয়। তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত টেলিভিশন রিয়্যালিটি শো ‘মাস্টার শেফ অস্ট্রেলিয়া, সিজন-১৩’ এর তিনজন ফাইনালিস্টের একজন। রিয়্যালিটি শো’র গ্র্যান্ড ফাইনালে তিনি পরিবেশন করেছেন বিশেষ বাঙালি খাবার - আলুভর্তা আর পান্তাভাত। দেখা যাক তিনি জেতেন কিনা?

তার আরও দুজন প্রতিদ্বন্দ্বীর নাম - জাস্টিন নারায়ণ ও পিতি ক্যাম্পবেল। জানা যায়, ৩৮ বছর বয়সী কিশোয়ার চৌধুরীর আলুভর্তা আর পান্তভাতে খুশি হয়েছেন তিন বিচারক - মেলিসা লঙ, অ্যান্ডি অ্যালেন ও জক জনফ্রিলো। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা রায় ঘোষণা করেননি।

কিশোয়ার ছিলেন গৃহিনী। সেখান থেকে অস্ট্রেলিয়ার এ বিখ্যাত রিয়্যালিটি শো’র ফাইনাল পর্যন্ত পৌঁছতে তার অগ্রযাত্রা ছিল বেশ রোমাঞ্চকর। তার জন্ম ও বেড়া ওঠা মেলবোর্নে। গ্রেজুয়েশন করে তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে গ্রাফিক ডিজাইনের ওপর ডিগ্রি লাভ করেন। কিছুদিন জার্মানিতে থেকে তিনি ফেরেন বাংলাদেশে। ছয় বছর বাংলাদেশে থাকার পর আবার অস্ট্রেলিয়ায়। এবার রিয়্যালিটি শোতে বাজিমাত করার অপেক্ষায় আছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত