ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

মহারাষ্ট্রে ভূমিধস, বন্যায় ৩৬ জনের প্রাণহানী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৫:১১  
আপডেট :
 ২৩ জুলাই ২০২১, ১৫:২৭

মহারাষ্ট্রে ভূমিধস, বন্যায়  ৩৬ জনের প্রাণহানী
ছবি : টাইমস অব ইন্ডিয়া

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার কঙ্কন এলাকায় প্রবল বর্ষণে ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শুক্রবার এনডিটিভি এ খবর জানায়।

উদ্ধারকর্মীরা আটকে পড়াদের ঘরের ছাদে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছেন। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, ভূমিধসের পর অন্তত ৩০ জন আটকা পড়েছেন। ভারতের সংবাদমাধ্যমটি জানায়, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দেখছে মহারাষ্ট্র রাজ্য। সব মিলিয়ে তিনটি ভূমিধসের কারণে এ প্রাণহানীর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এসব ভূমিধস হয়।

বন্যার কারণে বহু এলাকায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে; বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। বন্যায় একটি এলাকায় কোভিড হাসপাতালের চারপাশ পানিতে তলিয়ে গেছে। এতে রোগীদের নৌকা দিয়ে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত