ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ায় লকডাউন ভেঙে ব্যাপক বিক্ষোভ, বহু আটক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৫:৪৭  
আপডেট :
 ২৪ জুলাই ২০২১, ১৫:৫১

অস্ট্রেলিয়ায় লকডাউন ভেঙে  ব্যাপক বিক্ষোভ, বহু আটক
ছবি : বিবিসি

করোনা ভাইরাসের ডেল্টা বা ভারতীয় ধরনের বিস্তার ঠেকাতে আরোপিত কঠোর লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন এবং লকডাউন শিথিল করার দাবি জানান। এ সময় বহু লোককে আটক করে পুলিশ। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লকডাউন শিথিল করার দাবিতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে সিডনিতে। সেখানে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। এ ছাড়া মেলবোর্ন ও ব্রিসবেনেও ছোট আকারে বিক্ষোভ হয়েছে। পুলিশ জানিয়েছে, লকডাউন অমান্য করে বিক্ষোভ করায় তারা অন্তত ৫৭ জনকে আটক করেছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমন নতুন করে বাড়ে। এর জেরে দেশটির প্রধান প্রধান শহরগুলোতে কঠোর লকডাউন দেওয়া হয়। বিক্ষোভকারীদের হাতে ‘মাস্ক রাখুন, গলা ছাড়ুন, জেগে ওঠো অস্ট্রেলিয়া’ লেখা প্লেকার্ড দেখা গেছে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন দেওয়ার হার ১৪ শতাংশ।

বাংলাদেশে জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত