ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

তালেবানের অগ্রগামিতা ঠেকাতে আফগানিস্তানে নৈশ কারফিউ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৯:৫২  
আপডেট :
 ২৪ জুলাই ২০২১, ১৯:৫৬

তালেবানের অগ্রগামিতা ঠেকাতে  আফগানিস্তানে নৈশ কারফিউ
আফগানিস্তানে সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : আল জাজিরা

তালেবানের অগ্রগামিতা ঠেকাতে রাজধানী কাবুল ছাড়া আফগানিস্তানের ৩১টি প্রদেশে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়, সহিংসতা ঠেকাতে ও তালেবানদের অগ্রগতি সীমিত করতে দেশের (আফগানিস্তান) ৩১টি প্রদেশে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। তবে রাজধানী কাবুল, পাঞ্জশির ও নঙ্গরহর প্রদেশ এ কারফিউর আওতায় থাকবে না। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি মুখপাত্র আহমাদ জিয়া জিয়া বলেন, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।

সম্প্রতি আফগানিস্তানের বেশি কিছু এলাকা নতুন করে নিজেদের দখলে নিয়েছে তালেবান। কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নেয় তারা। আফগানিস্তানের বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানদের হাতে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নতুন এ সিদ্ধান্ত নিলো আফগান সরকার।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত