ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ব্রাজিলে হাজারো মানুষের রাস্তায় বিক্ষোভ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ০৫:৫২

ব্রাজিলে হাজারো মানুষের রাস্তায় বিক্ষোভ
সংগৃহীত ছবি।

ব্রাজিলের ডানপন্থী নেতা প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভিশংসনের দাবিতে আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

শনিবার দেশটির কয়েকটি প্রধান শহরে আন্দোলন করেন তাঁরা। এ সময় চলমান করোনা সংকটের জন্য বলসোনারোকেই দায়ী করা হয়।

কয়েক সপ্তাহ ধরেই তাঁর জনপ্রিয়তা কমে আসছে। আগামী বছর ব্রাজিলে নির্বাচন নিয়েও দেখা দিয়েছে সংশয়। আধুনিক ভোটিং পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছেন না বলসোনারো।

সংশোধনী এনে তারপর নির্বাচন করা হবে বলে চলতি সপ্তাহে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এটি না হলে নির্বাচন যথাসময়ে আয়োজন করা হবে না।

প্রতিপক্ষ ব্রাজিলের বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কাছে বলসোনারো পরাজিত হতে পারেন বলে জনমত জরিপে আভাস দেওয়া হয়েছে।

এর আগেও চলতি মাসে জাইর বলসোনারোর অভিশংসনের দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত