ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

টিকাদানের হার কম এলাকায় ডেল্টার দাপট

  আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:৫০

টিকাদানের হার কম এলাকায় ডেল্টার দাপট
সংগৃহীত ছবি

বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে। টিকাদানের হার কম এলাকাগুলোতে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম শীর্ষ উপদেষ্টা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখন করোনা মহামারি বিরাজ করছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে। টিকা না নেওয়া মানুষের মধ্যে যে করোনা সংক্রমণ বাড়ছে, তা মোকাবিলায় ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।

ফাউসির মতে, টিকা নেয়া ব্যক্তিদের ব্যাপারে মাস্ক ব্যবহারের যে গাইডলাইন ছিল, তা পরিবর্তন আসতে পারে। পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছেন স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে কি না তা নিয়েও পর্যালোচনা চলছে।

বাংলাদেশ জার্নাল/এমআর/আরএ

  • সর্বশেষ
  • পঠিত