ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

হাইতির প্রেসিডেন্ট হত্যার তদন্তকারীকে খুনের হুমকি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৫:০৭  
আপডেট :
 ২৭ জুলাই ২০২১, ১৫:১২

হাইতির প্রেসিডেন্ট হত্যার  তদন্তকারীকে খুনের হুমকি
ছবি- সংগৃহীত

হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মইস হত্যা মামলার এক তদন্তকারীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি তাকে বার্তা পাঠানো হয়েছে - ‘আমরা যা বলি তা করো, নয়তো মরবে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মইস হত্যার ঘটনায় এক তদন্তকারীকে গত ১৬ জুলাই বার্তা পাঠানো হয়েছে হত্যার হুমকি দিয়ে। এতে লেখা ছিল - ‘হেই ক্লার্ক, মাথায় বুলেট নেওয়ার জন্য প্রস্তুত হন; তারা আপনাকে একটি আদেশ দিয়েছেন, কিন্তু আপনি যা-তা চালিয়ে যাচ্ছেন।’

এ নিয়ে ওই তদন্তকারী মামলা করেছেন, যার একটি কপি সিএনএনের হাতে এসেছে। মার্কিন গণমাধ্যমটি জানায়, তদন্তকারীদের যে কেবল হত্যার হুমকি দেয়া হচ্ছে - এমনটা নয়, অন্য অনেকভাবে তদন্তে বাধাসৃষ্টি করা হচ্ছে। এ ক্ষেত্রে অপরাধস্থলে প্রবেশে বাধা, সাক্ষ্য বা প্রমাণ সংগ্রহে বাধার মতো ঘটনাও রয়েছে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত