ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ত্রিপুরায় আইপ্যাক কর্মীদের আটকে রাখার প্রতিবাদ মানিক সরকারের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৫:৩৭  
আপডেট :
 ২৮ জুলাই ২০২১, ১৫:৪১

ত্রিপুরায় আইপ্যাক কর্মীদের আটকে  রাখার প্রতিবাদ মানিক সরকারের
ছবি- সংগৃহীত

আগরতলায় আইপ্যাকের প্রতিনিধিদের পুলিশি হেনস্থার প্রতিবাদ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তার অভিযোগ, জঙ্গলের শাসনকে ছাপিয়ে চলে গেছে আজকের ত্রিপুরা। মঙ্গলবার আগরতলার মেলার মাঠ এলাকায় সিপিএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানেই মানিক বলেন, ‘পত্রিকায় দেখে জানালাম, একটা সংস্থা সমীক্ষা করতে এসেছে। তারা আসতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তাই বলে তাদের সদস্যদের হোটেলে বন্দি করে রাখতে হবে?’ খবর আনন্দবাজার অনলাইনের।

মানিক সরকারের মতে, ভয় পেয়েই এ সব করছে বিপ্লব দেবের সরকার। ত্রিপুরার সাবেক এ মুখ্যমন্ত্রী বলেন, ‘এ সব কেন করছে? আসলে বিজেপি-র সরকার ভয় পেয়েছে। ভয়ভীতি থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। সরকারের এ ভয়ভীতির কারণেই তাদের পাশ থেকে জনগণ সরে গেছে।’

মানিক সরকার বলেন, ‘শুনেছি এরা পশ্চিমবাংলাতেও কাজ করেছে। এখানেও এসে সমীক্ষার কাজ করতে চাইছে। মানুষের সঙ্গে মিলিত হতে চাইছে। তাদের হোটেলে বন্দি রাখা হয়েছে সোমবার থেকে। একদিনও কাজ করতে পারল না। এতো জঙ্গলের শাসনকে ছাপিয়ে চলে গেছে। কখনও এমন রাজত্ব দেখেনি ত্রিপুরা।’

মানিকের এ প্রতিবাদ উৎসাহ জুগিয়েছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্বকে। শুধু তাই নয়, সিপিএম পলিটব্যুরো নেতার এ বক্তব্যে, আগামী দিনের জাতীয় রাজনীতিতে সিপিএম-তৃণমূল সম্পর্কের নতুন সমীকরণেরও আভাস পাচ্ছেন অনেকে।

দিন কয়েক আগেই পূর্ব মেদিনীপুরের এক অনুষ্ঠানে সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বিজেপিকে রুখতে জাতীয় স্তরে সব দলের সঙ্গে হাত মেলাতে তারা তৈরি। কিছু দিন আগে একই কথা শোনা গেছে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মুখেও।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত