ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সিডনির লকডাউন আরো এক মাস বাড়লো

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৬:০৯  
আপডেট :
 ২৮ জুলাই ২০২১, ১৬:১৩

সিডনির লকডাউন আরো  এক মাস বাড়লো
সিডনিতে কঠোর লকডাউনে রাস্তায় পুলিশ সদস্যদের টহল। ছবি : বিবিসি

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউনের মেয়াদ আরো এক মাসের জন্য বাড়ানো হয়েছে। করোনার ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার জেরে শহরটিতে গত জুন মাসের শেষদিকে লকডাউন বলবৎ হয়। খবর বিবিসির।

সম্প্রতি সিডনিতে করোনায় সংক্রমিত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ, যা চলতি বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিডনিসহ নিউ সাউথ ওয়েলস রাজ্যে বুধবার ১৭৭ জনের কারোনা শনাক্ত হয়। ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে এটাই সর্বোচ্চ দৈনিক শনাক্ত।

সিডনি ছাড়াও ভিক্টরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু এলাকা বুধবার থেকে লকডাউনের আওতায় এসেছে। ওই এলাকাগুলোতেও নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী যখন করোনার দাপট অনেক বেশি ছিল, তখনও অস্ট্রেলিয়ায় এতো প্রকট ছিল না এর প্রকোপ। অস্ট্রেলিয়া প্রতিবেশিদের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে; সেইসঙ্গে বিদেশ থেকে কেউ গেলে তাদের কোয়ারেন্টিন বাধ্যতামুলক করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত