ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নাসার চুক্তি পেতে ২০০ কোটি ডলার ছাড়ের প্রস্তাব বেজোসের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৮:১০

নাসার চুক্তি পেতে ২০০ কোটি  ডলার ছাড়ের প্রস্তাব বেজোসের
প্রতীকী ছবি

চাঁদে অবতরণের জন্য মহাকাশ যানের ‘মুন ল্যান্ডার’ তৈরির চুক্তি পেতে মার্কিন ধনকুবের জেফ বেজোস নাসাকে ২০০ কোটি ডলার ছাড় দেয়ার প্রস্তাব দিয়েছেন। গত এপ্রিলে বেজোসের কোম্পানী ব্লু অরিজিনকে প্রত্যাখ্যান করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি এলন মাস্কের সঙ্গে ২৯০ কোটির এ চুক্তি সম্পাদন করে। খবর বিবিসির।

২০২৪ সালে চাঁদের পৃষ্টদেশে অবতরণ করতে মহাকাশ যানের একটি অবতরণ যন্ত্র (মুন ল্যান্ডার) নির্মান নিয়ে এ চুক্তিটি হয়। এ ক্ষেত্রে নাসা কেবল একটি কোম্পানীর সঙ্গে চুক্তি করতে পেরেছে; আর্থিক ঘাটতির কারণে তারা দুই কোম্পানীর সঙ্গে চুক্তি করেনি।

চাঁদে মহাকাশ যানের অবতরণের জন্য একটি ‘মুন ল্যান্ডার’ বানাতে মার্কিন কংগ্রেসে অর্থ বরাদ্দ চেয়েছিল নাসা। ৩৩০ কোটি ডলারের জন্য আবেদন করে তারা পেয়েছে মাত্র ৮৫ কোটি ডলার।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত