ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

করোনা ভাইরাস জৈব-অস্ত্র কি না নিশ্চিত নন মার্কিন গোয়েন্দারা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১৫:৫৩

করোনা ভাইরাস জৈব-অস্ত্র কি না নিশ্চিত নন মার্কিন গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হউস্টনে একটি শিশু করোনা পজেটিভ হওয়ায় হাসপাতালে নেয়া হয়। ছবি: বিবিসি

কোভিড-১৯ বা করোনা ভাইরাসের জন্ম চীনের ল্যাবেই কি না, তা নিশ্চিত হতে পারেননি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। একই সঙ্গে এ ভাইরাস প্রকৃতি থেকেই বিকশিত হয়েছে, না কি ল্যাব থেকে এসেছে - তা নিয়েও তারা রয়েছেন দ্বিধাবিভক্ত। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার দক্ষ গবেষকরা বিস্তর গবেষণার পর একটি প্রতিবেদন প্রকাশ করেন, যাতে তারা যৌথভাবে মত দেন যে, জৈব-অস্ত্র হিসেবে এটা (করোনা ভাইরাস) বিকশিত হয়নি।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, এ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের সময় পেরিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর এ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, গোয়েন্দারা কোভিড ভাইরাসের উৎপত্তি নিয়ে দ্বিধাবিভক্ত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলে হুবেই প্রদেশের উহান নগরীতে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে ধূমকেতুর গতিতে ক্রমে এ ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

করোনা ছড়িয়ে পড়ার পর ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জনের। এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছেন ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন।

বাংলাদেশেও করোনা ভয়াবহ আঘাত হেনেছে। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৫ হাজার ৮৪৬ জন।

করোনার প্রাণঘাতি হানায় বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বজুড়ে বেড়েছে বেকারত্ব ও দরিদ্রতা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় থমকে গেছে বিদ্যালয়ে শিশুদের উল্লাস।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত