ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৩০ হাজারের বেশি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১২:৩৬

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৩০ হাজারের বেশি
প্রতীকী ছবি

পাঁচ দিন ৪০ হাজারের বেশি থাকার পর মঙ্গলবার কমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে ভারতে দৈনিক মৃত্যুরও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। পুরো মহামারি পর্বে করোনা ভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬৪০ জন।

কেরালা রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় কমেছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত