ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৬১৮ জনের করোনা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৬১৮ জনের করোনা
প্রতীকী ছবি

ভারতের দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার ৪৭ হাজার ছাড়িয়েছিল। ৪০ হাজারের বেশি হলেও গত দু’দিনে তা একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি গত দু’দিনে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। পুরো মহামারি পর্বে করোনায় ভারতে মোট প্রাণ গেছে ৪ লাখ ৪০ হাজার ২২৫ জনের।

আক্রান্ত বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে গত কয়েকদিন ধরে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৫ হাজার ৯০৩। এর জেরে আবার চার লাখ ছাড়াল সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে কেরালা রাজ্যেই সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি।

ভারতে দৈনিক আক্রান্তের শীর্ষে কেরালা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২৯ হাজার ৩২২ জন। মহারাষ্ট্রে অবশ্য সাড়ে চার হাজারের নিচেই রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৬৮), অন্ধ্রপ্রদেশ (১,৫২০), কর্নাটক (১,২২০), ওড়িশা (৮৪৯), মিজোরাম (৮২৫), পশ্চিমবঙ্গ (৬৮৬) এবং আসাম (৫৬৪)। বাকি রাজ্যে সংক্রমণ সংখ্যা ৫০০-র নিচে রয়েছে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত