ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

হরিয়ানায় রহস্যময় জ্বরে ৮ শিশুর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

হরিয়ানায় রহস্যময় জ্বরে ৮ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের পলওয়াল জেলার ছোট্ট গ্রাম চিলিতে রহস্যময় জ্বরে ১০ দিনে অন্তত ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ জ্বরে আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৪৪ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিয়ানার স্বাস্থ্য কর্মকর্তারা এখনও জ্বরের কারণ বা জ্বরটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তবে ডেঙ্গুর বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তারা। আক্রান্তদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠির লোক।

এ জ্বরে আক্রান্তদের রক্তের প্লেটিলেট কমে যাচ্ছে। এ কারণে তাদের সন্দেহ - রোগটি ডেঙ্গু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও চিকিৎসকরা নিশ্চিত হতে পারেননি।

অন্য অনেক দেশের মতো ভারতে এখন করোনাকাল। এ কারণে যে কোনো জ্বর হলে চিকিৎসক প্রথমে করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন। তবে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।

চিলি গ্রামের প্রধান (সারপাঞ্চ) নরেশ কুমার বলেন, ‘ এ পর্যন্ত সাত-আট বছরের শিশু মারা গেছে। এটা হতে পারে পানি জমাট রাখা এবং সেখানে (মশার) লার্ভা জন্ম নেয়ার কারণে। এমনটা হচ্ছে গত ১৫-২০ দিন ধরে। তাদের ডেঙ্গু টেস্ট দেয়া হয়েছে।’

তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শুধু ডেঙ্গুতেই যে রক্তের প্লেটিলেট সংখ্যা কমতে থাকে, এমন নয়। ভাইরাল জ্বরের কারণেও প্লেটিলেট কমে যেতে পারে। জানা যায়, হরিয়ানার ওই গ্রামটিতে চার হাজার লোকের বাস। সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও বেশ খারাপ।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত