ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

১০ বছর পর 'সফলতা দেখাল' সিরিয় সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭

১০ বছর পর 'সফলতা দেখাল' সিরিয় সেনারা
ছবি: সংগৃহীত

রাশিয়া মধ্যস্থতায় প্রায় দশ বছর পর সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের আল-ইয়াদুদাহ শহরে প্রবেশ করেছে দেশটির সরকারি সেনারা। স্থানীয় নেতাদের সঙ্গে এক সমঝোতার পরিপ্রেক্ষিতে এটি সম্ভব হয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রুশ সেনাদের সঙ্গে সিরিয়ার সেনা কর্মকর্তারা ঐ শহরটিতে যান। এর আগ পর্যন্ত শহরটি বিদেশী মদদপুষ্ট ভাড়াটে সন্ত্রাসীদের দখলে ছিল।

পার্স টুডের খবরে বলা হয়, রোববার রাশিয়ার মধ্যস্থতায় স্থানীয় নেতাদের সঙ্গে চুক্তি হয়। শহরে অস্ত্রধারী গোষ্ঠীগুলো সরকারি সেনাদের কাছে অস্ত্র সমর্পণ করবে এবং আল-ইয়াদুদাহ শহরের নিয়ন্ত্রণ থাকবে সেনাদের হাতে। এর বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণ ক্ষমা লাভ করবে।

সিরিয়ার সেনাদের শহরে প্রবেশের পর আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ ও শহরের নিয়ন্ত্রণ বুঝে নেয়ার জন্য সেখানে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এসব বিষয় দেখভাল করেন রুশ সেনা কর্মকর্তারা ও স্থানীয় নেতারা।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত